সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ফোন রিয়েলমি সি৮৫ উন্মোচন
- আপডেট সময় : ০১:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩০৪১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। সোমবার।। ১৫.১২.২৫।।
রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে ঠাসা একদম নতুন এই স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে অনবদ্য ডিউরেবিলিটি, অসাধারণ ব্যাটারি লাইফ ও প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার নিশ্চয়তা দিচ্ছে।
ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে রিয়েলমি সি৮৫-এ চরম সহনশীলতার উপযোগী করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা ব্যাটারি, যা এটিকে এই সেগমেন্টের অন্যতম শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন হিসেবে আলাদা করেছে। ‘প্রো’ ভ্যারিয়েন্টের মতো রিয়েলমি সি৮৫-এও রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা। ফলে, ব্যবহারকারীরা সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ব্যাটারি ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা না করে, নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, গেমিং, ব্রাউজিংসহ যেকোনো কাজ অনায়াসে চালিয়ে যেতে পারবেন। এছাড়াও, অন্যান্য ডিভাইস চার্জের জন্য ফোনটিতে রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা, যা এটিকে বাস্তবে ‘পাওয়ার কম্প্যানিয়নে’ রূপান্তরিত করেছে।
রিয়েলমির যুগান্তকারী অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে সি৮৫ নিয়ে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিজয়ী ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন স্ট্যান্ডার্ড- আইপি৬৯ প্রো রেটিং। এই সর্বাধুনিক ডিউরেবিলিটি টেকনোলজি ডিভাইসটিকে ৬০ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকার পরও টিকে থাকতে সাহায্য করে, যা এটিকে এই সেগমেন্টের ‘আল্টিমেট ডিউরেবিলিটি কিং’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অসাধারণ ব্যাটারি পাওয়ার, রেকর্ড-ব্রেকিং ডিউরেবিলিটি, প্রিমিয়াম ডিসপ্লে ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে নিয়ে আসা এই ডিভাইসটি সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু, এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে। দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৮৫; ৬ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য মাত্র ২০,৯৯৯ টাকা।















