সেন্টমার্টিনের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি শেষ
- আপডেট সময় : ০৫:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৩২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ১৪.১২.২৫।।
সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে কক্সবাজার শহর থেকে প্রতিদিন ছয়টি জাহাজে প্রায় দুই হাজার পর্যটক দ্বীপটিতে যাচ্ছেন। মৌসুমের শুরুতে যেখানে দৈনিক পর্যটকের সংখ্যা ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ জন, সেখানে এখন আগ্রহ বেড়ে দ্বিগুণ হয়েছে। তবে জাহাজমালিকেরা জানিয়েছেন, বাড়তি পর্যটকচাপের কারণে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব জাহাজের টিকিট আগাম বিক্রি হয়ে গেছে।
জাহাজ মালিকদের তথ্যমতে, প্রতিদিন অন্তত তিন হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে আগ্রহ দেখাচ্ছেন। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক বহনের অনুমতি রয়েছে। এদিকে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, সেন্টমার্টিন যেতে পর্যটকদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্ট মার্টিনে চলাচল করতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে।









