শেয়ার বাজারে ফের ধস
- আপডেট সময় : ০৫:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৬৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। বুধবার।। ২৪ ডিসেম্বর।। ২০২৫।।
দেশের শেয়ার বাজার আবারও প্রতনের মুখে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর), ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমে গেছে। এর আগে পাঁচ কার্যদিবস পতনের পর গত সোমবার সূচকে সামান্য বৃদ্ধি দেখা গিয়েছিল।
বাজার বিবেচনায় দেখা গিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বাজারে ওঠানামা করছিল। তবে, দুঘণ্টা পর থেকে বাজারের দৃশ্য পরিবর্তিত হয়ে যায়। দিনের মধ্যেই এই বাজারের ডিএসই কর্তৃক তালিকাভুক্ত মোট কোম্পানির মধ্যে এই দর বেড়েছে ৮৪ কোটি, কমেছে ২৪ কোটি এবং ৩০টি দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এর আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্টের মধ্যে ১ হাজার ২৭ পয়েন্টে এবং বাইডেক সূচক ৩০ কম্পানি নিয়ে গঠিত ডিএসই ৩০ সূচক ১ পয়েন্টে বেড়ে ১ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করছে।প্রধান সূচকের পতন সত্ত্বেও ডিএসইতে লেনদেনের পরিমান বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১ কোটি ৪৭ লাখ টাকা।
দেশের প্রধান শেয়ারবাজারে গতকাল টাকার অভাভ, লেনদেনের ভিড়ে শীর্ষ দশ কোম্পানি হলোঃ বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রহিম টেক্সটাইল, স্টিমটেক্স ইন্ডাস্টিজ, সায়হাম কটন, শাহজিবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, সিটি জেনারেল ইনস্যুরেন্স, ডমিনেজ স্টিল বিল্ডিং, রহিমা ফুড এবুং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
অপরদিকে সিএসইতে লেনদেন করা মোট ১৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টি, ৭৬টি কমেছে ও ২৮টির দাম পরিবর্তন হয়নি। ফলে এ বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট।









