ভোটার হিসেবে নিবন্ধিত তারেক রহমান
- আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৭৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। শনিবার।। ২৭ ডিসেম্বর।। ২০২৫।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় রেজিস্ট্রেশন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কাজ শেষ করেন। (২৭ ডিসেম্বর) শনিবার দুপুর ১টায় তিনি নির্বাচন কমিশনে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করেন।
ঢাকা–১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারেক রহমান। তার সাথে তার মেয়ে জাইমা রহমানও ভোটার তালিকায় রেজিস্ট্রেশন ও জাতীয় পরিচয়পত্রের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের মতে, তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে যেকোনো সময় কাউকে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই।
এদিকে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।









