ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অপো এ৫ প্রো’-এর বিক্রিতে রেকর্ডর Logo অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন মাওলানা আলহাজ্ব মো; সিফাতউল্লাহ Logo রমজান ও ঈদের সেরা মুহূর্ত ক্যাপচার করে জিতে নিন ভিভো ভি৫০ ফাইভজি Logo ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির স্মার্টফোনের ভিভো ভি৫০ ফাইভজি Logo হাসপাতালে এ আর রহমান Logo ৭২ ঘণ্টা সময় না পেলে খেলবে না রিয়াল মাদ্রিদ! Logo যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৩৪ জন নিহত Logo ৯ দুর্বল ব্যাংককে ২৯ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক Logo আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন বহাল Logo পিরোজপুর শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

৮২ বছরের সুপারহিরোর অপেক্ষায় বিশ্ব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৪১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

এমন অনেকে আছেন যারা বয়সকে কেবল একটি সংখ্যায় পরিণত করে উদ্দাম বেঁচে থাকতে জানেন। উপভোগ করতে পারেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। হলিউডের কিংবদন্তি অভিনেতা হ্যারিসন ফোর্ড সেই তালিকার একজন। যিনি ৮২ বছর বয়সেও যে কোনো তরতাজা যুবকের চেয়েও বেশি উদ্যমী, বেশি পরিশ্রমী আর রোমাঞ্চকর জীবন কাটাচ্ছেন। বিশ্বজুড়ে ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের জন্য বিখ্যাত হ্যারিসন ফোর্ড। সেই ১৯৮১ সালে ‌‘রাইডার্স অব দ্য লস্ট আর্ক’ ছবি দিয়ে সিরিজটি শুরু করেছিলেন ফোর্ড। আর ২০২৩ সালে ‘দ্য ডায়াল অব ডেস্টিনি’ সিনেমাতেও ৮০ বছর বয়সে ইন্ডিয়ানা জোনস হয়ে পর্দা কাঁপিয়েছেন এই অভিনেতা। আগের ছবিগুলোর তুলনায় অবশ্য ততোটা ব্যবসায়িক সাফল্য আসেনি। তবে ফোর্ডের অভিনয় মন ভরে উপভোগ করেছেন তার ভক্তরা।সেই ফোর্ড এবার ৮২ বছর বয়সে সুপারহিরো চরিত্র দিয়ে পর্দায় আসতে চলেছেন। বলার অপেক্ষা রাখে না, এটি তার ভক্তদের জন্য দারুণ সারপ্রাইজ হয়ে আসতে চলেছে। সেইসঙ্গে প্রবীনদের মানসিকভাবে অনুপ্রেরণা যোগাবে ফোর্ডের চরিত্রটি, এমন ধারণাও করা হচ্ছে।মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে অভিষেক করতে যাচ্ছেন হ্যারিসন ফোর্ড। ‘ক্যাপটেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থ্যাডিয়াস থান্ডারবোল্ট রস চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার চরিত্রটি সুপারহিরো রেড হাল্ক হয়ে উঠবে। এই চরিত্রে কাজ করাকে বেশ উপভোগ্য আর সারপ্রাইজের বলে মনে করছেন অভিনেতা।দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি স্ক্রিপ্ট না পড়েই এই সিনেমাটির জন্য রাজি হয়েছি। কারণ আমি মার্ভেলের সিনেমার ভক্ত। আমি তাদের সবগুলো ছবি দেখেছি এবং উপভোগ করেছি। আমি লক্ষ করেছি এমসিইউয়ের সিনেমাগুলোতে কাজ করা অভিনেতারা ক্যারিয়ারে ভালো সময় কাটাতে পারে। তাদের ছবিগুলো মানুষ গ্রহণ করে। তাই এ ধরনের সফল কাজগুলোর সঙ্গে যুক্ত হওয়া নিয়ে সন্দেহ থাকা উচিত নয়।’তিনি আরও বলেন, ‘কাজ করতে গিয়ে ঠের পেলাম এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তটি আমার জন্য বিস্ময়কর অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে যখন আমি জানলাম, আমার চরিত্রটি সিনেমায় রেড হাল্কে পরিণত হবে। এটা ছিল অসাধারণ। দর্শক অবশ্যই রেড হাল্ককে স্বাগত জানাবে এবং মনে রাখবে। এই বয়সে এমন চরিত্রে যুক্ত হওয়াটা আমার জন্য স্পেশাল। আমি মার্ভেল কমিকসে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে সম্মানিত করেছে।৮২ বছরের এক সুপারহিরোকে দেখার অপেক্ষায় সারাবিশ্বের কমিকসপ্রেমী দর্শক। এই অপেক্ষার অবসান ঘটবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এদিন বিশ্বজুড়ে মুক্তি পাবে জুলিয়াস ওনা পরিচালিত ‘ক্যাপটেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি।ক্যাপটেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এমসিইউয়ের ৩৫তম সিনেমা। এতে অভিনেতা অ্যান্থনি মেকি হাজির হবেন ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে। এছাড়াও আইজায়া ব্র্যাডলি চরিত্রে কার্ল লামবলি, ইসরায়েলি নারী সুপারহিরো সাবরা চরিত্রে শিরা হাস, সাইডওয়াইন্ডার চরিত্রে জিয়ানকার্লো এসপোসিতো, বেটি রস চরিত্রে লিভ টাইলার এবং লিডার চরিত্রে অভিনয় করেছেন টিম ব্লেক নেলসন।

ট্যাগস :

৮২ বছরের সুপারহিরোর অপেক্ষায় বিশ্ব

আপডেট সময় : ০২:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ কণ্ঠ ।।

এমন অনেকে আছেন যারা বয়সকে কেবল একটি সংখ্যায় পরিণত করে উদ্দাম বেঁচে থাকতে জানেন। উপভোগ করতে পারেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। হলিউডের কিংবদন্তি অভিনেতা হ্যারিসন ফোর্ড সেই তালিকার একজন। যিনি ৮২ বছর বয়সেও যে কোনো তরতাজা যুবকের চেয়েও বেশি উদ্যমী, বেশি পরিশ্রমী আর রোমাঞ্চকর জীবন কাটাচ্ছেন। বিশ্বজুড়ে ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের জন্য বিখ্যাত হ্যারিসন ফোর্ড। সেই ১৯৮১ সালে ‌‘রাইডার্স অব দ্য লস্ট আর্ক’ ছবি দিয়ে সিরিজটি শুরু করেছিলেন ফোর্ড। আর ২০২৩ সালে ‘দ্য ডায়াল অব ডেস্টিনি’ সিনেমাতেও ৮০ বছর বয়সে ইন্ডিয়ানা জোনস হয়ে পর্দা কাঁপিয়েছেন এই অভিনেতা। আগের ছবিগুলোর তুলনায় অবশ্য ততোটা ব্যবসায়িক সাফল্য আসেনি। তবে ফোর্ডের অভিনয় মন ভরে উপভোগ করেছেন তার ভক্তরা।সেই ফোর্ড এবার ৮২ বছর বয়সে সুপারহিরো চরিত্র দিয়ে পর্দায় আসতে চলেছেন। বলার অপেক্ষা রাখে না, এটি তার ভক্তদের জন্য দারুণ সারপ্রাইজ হয়ে আসতে চলেছে। সেইসঙ্গে প্রবীনদের মানসিকভাবে অনুপ্রেরণা যোগাবে ফোর্ডের চরিত্রটি, এমন ধারণাও করা হচ্ছে।মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে অভিষেক করতে যাচ্ছেন হ্যারিসন ফোর্ড। ‘ক্যাপটেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থ্যাডিয়াস থান্ডারবোল্ট রস চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার চরিত্রটি সুপারহিরো রেড হাল্ক হয়ে উঠবে। এই চরিত্রে কাজ করাকে বেশ উপভোগ্য আর সারপ্রাইজের বলে মনে করছেন অভিনেতা।দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি স্ক্রিপ্ট না পড়েই এই সিনেমাটির জন্য রাজি হয়েছি। কারণ আমি মার্ভেলের সিনেমার ভক্ত। আমি তাদের সবগুলো ছবি দেখেছি এবং উপভোগ করেছি। আমি লক্ষ করেছি এমসিইউয়ের সিনেমাগুলোতে কাজ করা অভিনেতারা ক্যারিয়ারে ভালো সময় কাটাতে পারে। তাদের ছবিগুলো মানুষ গ্রহণ করে। তাই এ ধরনের সফল কাজগুলোর সঙ্গে যুক্ত হওয়া নিয়ে সন্দেহ থাকা উচিত নয়।’তিনি আরও বলেন, ‘কাজ করতে গিয়ে ঠের পেলাম এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তটি আমার জন্য বিস্ময়কর অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে যখন আমি জানলাম, আমার চরিত্রটি সিনেমায় রেড হাল্কে পরিণত হবে। এটা ছিল অসাধারণ। দর্শক অবশ্যই রেড হাল্ককে স্বাগত জানাবে এবং মনে রাখবে। এই বয়সে এমন চরিত্রে যুক্ত হওয়াটা আমার জন্য স্পেশাল। আমি মার্ভেল কমিকসে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে সম্মানিত করেছে।৮২ বছরের এক সুপারহিরোকে দেখার অপেক্ষায় সারাবিশ্বের কমিকসপ্রেমী দর্শক। এই অপেক্ষার অবসান ঘটবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এদিন বিশ্বজুড়ে মুক্তি পাবে জুলিয়াস ওনা পরিচালিত ‘ক্যাপটেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি।ক্যাপটেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এমসিইউয়ের ৩৫তম সিনেমা। এতে অভিনেতা অ্যান্থনি মেকি হাজির হবেন ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে। এছাড়াও আইজায়া ব্র্যাডলি চরিত্রে কার্ল লামবলি, ইসরায়েলি নারী সুপারহিরো সাবরা চরিত্রে শিরা হাস, সাইডওয়াইন্ডার চরিত্রে জিয়ানকার্লো এসপোসিতো, বেটি রস চরিত্রে লিভ টাইলার এবং লিডার চরিত্রে অভিনয় করেছেন টিম ব্লেক নেলসন।