১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গুলশান হতে গ্রেফতার

- আপডেট সময় : ০৭:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৭৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
দুইটি মামলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি দিদার@শুভ’কে রাজধানীর গুলশান এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার গুলশান থানাধীন লিংক রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিএমপি বরিশাল বিমান বন্দর জিআর নং-২৬৭/১২, (বিশেষ ট্রাইঃ), ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর এ(বি); জাল টাকার মামলায় ১৪ বছর ও ১০,০০০ টাকা জরিমানা এবং বিমান বন্দর থানার জিআর নং-৪৩/১২, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ); মাদক মামলায় ০৫ (পাঁচ) বছর ও ৫০০০ টাকা জরিমানা সহ মোট ১৯ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভূক্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ দিদারুল ইসলাম @ শুভ (৩৮), পিতা-মোঃ ফকরুল ইসলাম @ রোকন, সাং-রবীন্দ্রনগর, থানা-বিমান বন্দর, বিএমপি, বরিশাল’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষণার পর থেকে রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।