হাতপাখা ক্ষমতায় গেলে ক্ষমতায় যাবে এ দেশের সাধারণ জনগন: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
- আপডেট সময় : ০৬:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৭৫ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
হাওলাদার বেলাল ঝালকাঠি প্রতিনিধিঃ
মাওলানা সৈয়দ ফয়জুল করীম রহ.এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা ও তৃনমুল সমাবেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ নভেম্বর ( মঙ্গলবার) ঝালকাঠির রাজাপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। তৃণমূল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই সিনিয়র নায়েবে আমীর ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি বলেন, হাতপাখা ক্ষমতায় গেলে ক্ষমতায় যাবে এ দেশের সাধারণ জনগন এবং একমাত্র হাতপাখা ক্ষমতায় গেলে এ দেশের সাধারণ মানুষের শান্তি ও ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, হাতপাখা ক্ষমতায় গেলে কোনো ভাবেই বৈষম্য থাকবে না কেননা ইসলামে কোনো ভাবেই বৈষম্যে বিশ্বাস করেনা। একপর্যায়ে তিনি বলেন, এ দেশের কামার-কুমার,মুচি, তাতিঁ এমনকি নারীদেরকেও দেয়া হবে তাদের ন্যায্য অধিকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কানুদাসকাঠী কারীমপুর প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মুফতি আসাদুজ্জামান উপদেষ্টা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা, হাফেজ মো: আলমগীর হোসেন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা, ইন্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খান সিনিয়র সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা। তৃণমূল সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মাদ আল-আমিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
এছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা, মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান সহ-সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা, ক্বারী মুহাম্মাদ তাওহীদুল ইসলাম সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা, মুহাম্মাদ হুমায়ুন কবির সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা, মাওলানা ফজলে আলী খান উপদেষ্টা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা, মাওলানা ফরিদ উদ্দিন সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ কেন্দ্রীয় শাখা সৌদি আরব, মাওলানা আল আমিন দোহারী সহ-সভাপতি জাতীয় ওলামা -মশায়েখ পরিষদ রাজাপুর উপজেলা, মুহাম্মাদ রফিকুল ইসলাম সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহীম আল-হাদী সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা।মাওলানা সৈয়দ ফয়জুল করীম রহ.এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা ও তৃণমুল সমাবেশের সভাপতিত্ব করেন, মাষ্টার মুহাম্মাদ জাহিদুল ইসলাম সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা।