ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্টওয়াচের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
স্মার্টওয়াচের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। স্মার্টফোনের মতোই স্মার্টওয়াচও আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। একটি স্মার্টওয়াচ শুধুমাত্র সময় পরীক্ষা করার জন্য নয়, অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। বলা যায় স্মার্টফোনের প্রায় সব কাজই করা যাবে এই ঘড়িটিতে। ফোন করা, রিসিভ করা, গান শোনা, গেম খেলা, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন সবই স্মার্টওয়াচে পাওয়া যায়।

এছাড়াও স্বাস্থ্য, খেলাধুলার বৈশিষ্ট্য সহ জিপিএস সুবিধাও রয়েছে। এছাড়া ফিটনেস ও মহিলাদের জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্য বৈশিষ্ট্য। আজ প্রায় সব স্মার্টওয়াচই পানি এবং ধুলো থেকে রক্ষা করার জন্য  IP68  রেটযুক্ত। এত সব কাজ করলে স্মার্টওয়াচের চার্জ দ্রুত চলে যায়। এমনকি ব্যাটারির আয়ুও দ্রুত কমে যায়।

আবার অনেক সময় দেখা যায় নতুন স্মার্টওয়াচেও বেশিক্ষণ চার্জ থাকে না। এটি মূলত কিছু ছোটখাটো ব্যবহারের ভুলের কারণে। চলুন দেখে নেওয়া যাক স্মার্টওয়াচের ব্যাটারি আয়ু বাড়ানোর ৪টি উপায়-

অটোমেটিক ব্রাইটনেস বন্ধ রাখুন-
অনেকেই স্মার্টফোনের মতো স্মার্টওয়াচগুলিতে অটোমেটিক ব্রাইটনেস চালু রাখেন। এটি ব্যবহারের সুবিধার জন্য করা হয়। যেন বাইরের আলোর তারতম্য অনুযায়ী স্মার্টওয়াচের ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি ও কমতে পারে। কিন্তু আপনি কি জানেন? এজন্য আপনার স্মার্টওয়াচের খুব দ্রুত চার্জ খরচ হচ্ছে। কারণ উজ্জ্বলতা যত বেশি হবে, ব্যাটারি তত বেশি শেষ হবে। তাই অটোমেটিক ব্রাইটনেস বন্ধ করুন।

সেমি হাইবারনেশন মোড চালু করুন-
যখন স্মার্টওয়াচটি সেমি হাইবারনেশন মোডে থাকে, তখন এটি ব্যাটারি কম শেষ করে। স্ক্রিনটি বন্ধ না হওয়া পর্যন্ত এবং পাওয়ার বোতামটি ক্লিক না করা পর্যন্ত এটি চালু হবে না। একবার স্ক্রিনটি চালু হয়ে গেলে, এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এটি আপনার স্মার্টওয়াচের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চালাবে না।

শাটডাউন করে রাখুন-
অনেকেই স্মার্টফোনের সেন্সর চালু রাখেন এবং ব্যবহার না করলেও খুলে রাখেন। এটা একদম করবেন না। ব্যবহার না করার সময় স্মার্টওয়াচটি বন্ধ করুন। এতে চার্জ শেষ হবে না। অর্থাৎ, আপনি সেই চার্জে যেভাবে ক্লোজ করবেন সেই একই চার্জ পাবেন। আপনি এটি বন্ধ না করলে, নোটিফিকেশন বারটি কাজ করতে থাকবে। এতে চার্জ নিজে থেকেই অনেকটা কমে যাবে।

ব্লুটুথ বন্ধ রাখুন-
যখন স্মার্টওয়াচটি ব্যবহার করছেন না অথচ সেটি অন রয়েছে। সেক্ষেত্রে চার্জ নিজে থেকেই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ, যতক্ষণ আপনি ব্লুটুথ চালু রাখবেন, ততক্ষণ আপনার স্মার্টওয়াচ কোনো না কোনো ধরনের নোটিফিকেশন পেতে থাকবে। তাই ব্লুটুথ বন্ধ রাখার চেষ্টা করুন।

স্মার্টওয়াচের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়

আপডেট সময় : ০৪:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
স্মার্টওয়াচের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। স্মার্টফোনের মতোই স্মার্টওয়াচও আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। একটি স্মার্টওয়াচ শুধুমাত্র সময় পরীক্ষা করার জন্য নয়, অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। বলা যায় স্মার্টফোনের প্রায় সব কাজই করা যাবে এই ঘড়িটিতে। ফোন করা, রিসিভ করা, গান শোনা, গেম খেলা, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন সবই স্মার্টওয়াচে পাওয়া যায়।

এছাড়াও স্বাস্থ্য, খেলাধুলার বৈশিষ্ট্য সহ জিপিএস সুবিধাও রয়েছে। এছাড়া ফিটনেস ও মহিলাদের জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্য বৈশিষ্ট্য। আজ প্রায় সব স্মার্টওয়াচই পানি এবং ধুলো থেকে রক্ষা করার জন্য  IP68  রেটযুক্ত। এত সব কাজ করলে স্মার্টওয়াচের চার্জ দ্রুত চলে যায়। এমনকি ব্যাটারির আয়ুও দ্রুত কমে যায়।

আবার অনেক সময় দেখা যায় নতুন স্মার্টওয়াচেও বেশিক্ষণ চার্জ থাকে না। এটি মূলত কিছু ছোটখাটো ব্যবহারের ভুলের কারণে। চলুন দেখে নেওয়া যাক স্মার্টওয়াচের ব্যাটারি আয়ু বাড়ানোর ৪টি উপায়-

অটোমেটিক ব্রাইটনেস বন্ধ রাখুন-
অনেকেই স্মার্টফোনের মতো স্মার্টওয়াচগুলিতে অটোমেটিক ব্রাইটনেস চালু রাখেন। এটি ব্যবহারের সুবিধার জন্য করা হয়। যেন বাইরের আলোর তারতম্য অনুযায়ী স্মার্টওয়াচের ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি ও কমতে পারে। কিন্তু আপনি কি জানেন? এজন্য আপনার স্মার্টওয়াচের খুব দ্রুত চার্জ খরচ হচ্ছে। কারণ উজ্জ্বলতা যত বেশি হবে, ব্যাটারি তত বেশি শেষ হবে। তাই অটোমেটিক ব্রাইটনেস বন্ধ করুন।

সেমি হাইবারনেশন মোড চালু করুন-
যখন স্মার্টওয়াচটি সেমি হাইবারনেশন মোডে থাকে, তখন এটি ব্যাটারি কম শেষ করে। স্ক্রিনটি বন্ধ না হওয়া পর্যন্ত এবং পাওয়ার বোতামটি ক্লিক না করা পর্যন্ত এটি চালু হবে না। একবার স্ক্রিনটি চালু হয়ে গেলে, এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এটি আপনার স্মার্টওয়াচের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চালাবে না।

শাটডাউন করে রাখুন-
অনেকেই স্মার্টফোনের সেন্সর চালু রাখেন এবং ব্যবহার না করলেও খুলে রাখেন। এটা একদম করবেন না। ব্যবহার না করার সময় স্মার্টওয়াচটি বন্ধ করুন। এতে চার্জ শেষ হবে না। অর্থাৎ, আপনি সেই চার্জে যেভাবে ক্লোজ করবেন সেই একই চার্জ পাবেন। আপনি এটি বন্ধ না করলে, নোটিফিকেশন বারটি কাজ করতে থাকবে। এতে চার্জ নিজে থেকেই অনেকটা কমে যাবে।

ব্লুটুথ বন্ধ রাখুন-
যখন স্মার্টওয়াচটি ব্যবহার করছেন না অথচ সেটি অন রয়েছে। সেক্ষেত্রে চার্জ নিজে থেকেই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ, যতক্ষণ আপনি ব্লুটুথ চালু রাখবেন, ততক্ষণ আপনার স্মার্টওয়াচ কোনো না কোনো ধরনের নোটিফিকেশন পেতে থাকবে। তাই ব্লুটুথ বন্ধ রাখার চেষ্টা করুন।