বাংলাদেশ কণ্ঠ ।।
মো: ইয়াছিন মিয়া,কুমিল্লা সদর প্রতিনিধি:
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত হতে আখাউড়া, মঈনপুর, গোসাইস্থল, কসবা ও মাদলা বিওপি কর্তৃক ২০ ডিসেম্বর ২০২৪ হতে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১,৫৬,৮২,৬১০/- (এক কোটি ছাপ্পান্ন লক্ষ বিরাশি হাজার ছয়শত দশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত বাসমতি চাউল ১০,৬০৩ কেজি, বোরোলিন ক্রিম ৪০৩ পিস, লোশন ৪৯৮ পিস, এন্টিসেপটিক ক্রিম ৪৬৮ পিস, গরু ০৮ টি, টুথপেষ্ট ১৮৯ পিস, চিনি ১৪৭৬০ কেজি, নেহা মেহেদী ২১৫৬ পিস, অলিভ ওয়েল ৫৪৩ পিস, ফুসকা ৮২ পিস, সাবান ৩৯৫ পিস, কিসমিস ১৬ কেজি, জিরা ৩১ কেজি, চকলেট- ২৬৮০ পিস, বাঁজি ১৭০৭০৯ পিস, শাড়ী ৪৫ পিস, রসুন ৩৪১ কেজি, হুইস্কি ১০৯ বোতল, বিয়ার ৬৯ পিস, ইস্কাফ সিরাপ ৬৪ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ফেন্সিডিল ১৬০ বোতল ও বাংলাদেশী মাছ ৪৫০ কেজি।