ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অতিরিক্ত মাল বোঝাই, তিতাস নদীতে নৌকাডুবে নিহত ১ Logo নলছিটির তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে Logo তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর Logo ভিকিকে সিনেমার সেটে রাতভর বেঁধে রাখেন নির্মাতা Logo ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিলেন ব্রাজিল কিংবদন্তি মার্সেলো Logo গাজাবাসীকে সরিয়ে নিতে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ Logo সয়াবিন তেলের সংকট আরও বাড়ছে, পাইকারিতে সামান্য কমছে চালের দাম Logo সারাদেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার Logo বিআইজেএফ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সংসার ভাঙছে জাস্টিন-হেইলির

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বড় ভাই জেলে , ছোট ভাই নিখোঁজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৪৯ বার পঠিত

মোংলা প্রতিনিধি:
সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হয়েছিল সাগর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮) নামে আপন দুই ভাই। এসময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগর নাথসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে সাগর নাথের ছোট ভাই হিলটন নাথ।
নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে। নিখোঁজ হিলটনের সন্ধানে তার পরিবারসহ এলাকাবাসী পশুর নদী ও সুন্দরবনের আশে পাশে তাকে খুঁজে বেড়াচ্ছেন।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান হিলটন মোংলা ইপিজেডের কর্মরত একজন শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাদের সাথে মাছ ধরতে যায় হিলটন। পরদিন শনিবার সকাল বেলা আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগর নাথসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এসময় তাদের সাথে দেখা করে হিলটন কোথায় আছে জানতে চাইলে সাগরসহ অন্যরা জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি।
শনিবার (৮ এপ্রিল) থেকে পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে অনেক খোঁজাখুজি করেও এখনো তার কোন সন্ধান পায়নি নিখোঁজ হিলটন মরে গেছে নাকি বেঁচে আছে তাও বলতে পারছেনা তারা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নং খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এসময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি। আটককৃত ব্যক্তিদের সাথে আর কেউ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তাদের সাথে আর কেউ ছিলনা। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে তাদের একজন লোক নিখোঁজ রয়েছে। তার সন্ধান পেতে সহায়তা চাইলে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সাথে আমাদের বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার দুইটা ছেলে বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানিনা আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পায়নি। জীবিত না পারলেও মৃত লাশটা অন্তত আমাকে এনে দিন।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বড় ভাই জেলে , ছোট ভাই নিখোঁজ

আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

মোংলা প্রতিনিধি:
সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হয়েছিল সাগর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮) নামে আপন দুই ভাই। এসময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগর নাথসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে সাগর নাথের ছোট ভাই হিলটন নাথ।
নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে। নিখোঁজ হিলটনের সন্ধানে তার পরিবারসহ এলাকাবাসী পশুর নদী ও সুন্দরবনের আশে পাশে তাকে খুঁজে বেড়াচ্ছেন।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান হিলটন মোংলা ইপিজেডের কর্মরত একজন শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাদের সাথে মাছ ধরতে যায় হিলটন। পরদিন শনিবার সকাল বেলা আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগর নাথসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এসময় তাদের সাথে দেখা করে হিলটন কোথায় আছে জানতে চাইলে সাগরসহ অন্যরা জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি।
শনিবার (৮ এপ্রিল) থেকে পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে অনেক খোঁজাখুজি করেও এখনো তার কোন সন্ধান পায়নি নিখোঁজ হিলটন মরে গেছে নাকি বেঁচে আছে তাও বলতে পারছেনা তারা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নং খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এসময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি। আটককৃত ব্যক্তিদের সাথে আর কেউ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তাদের সাথে আর কেউ ছিলনা। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে তাদের একজন লোক নিখোঁজ রয়েছে। তার সন্ধান পেতে সহায়তা চাইলে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সাথে আমাদের বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার দুইটা ছেলে বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানিনা আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পায়নি। জীবিত না পারলেও মৃত লাশটা অন্তত আমাকে এনে দিন।