সিটি ব্যাংক লিমিটেডের সঙ্গে হাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আপডেট সময় : ০৫:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সিটি ব্যাংক লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে নতুন গবেষণা ইউনিট নির্মাণের জন্য সিটি ব্যাংক এক কোটি টাকার প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করবে। ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হাবিপ্রবি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের (আইআরটি) পরিচালক অধ্যাপক ড. এস.এম. হারুন-অর-রশীদ। এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন।
এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, হাবিব্রাবির আণবিক জীববিজ্ঞান ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইয়াছিন প্রধান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মাহবুবুর রহমান, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মাহমুদ গণি, প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শাহরিয়ার জামিল খান।
জানা গেছে, উচ্চ শিক্ষায় কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় গবেষণাগারে এই নতুন ইউনিট স্থাপন করা হচ্ছে।
















