সিঙ্গাপুরে গাঁজা পাচারের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০১:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ৫৫ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
সিঙ্গাপুরে গাঁজা পাচারের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে চাঙ্গি কারাগারে ফাঁসি দেওয়া ব্যক্তির নাম থাঙ্গারাজ সুপিয়া (৪৬)। ২.২ পাউন্ড গাঁজা পরিবহনের চেষ্টা করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। থাঙ্গারাজ সুপিয়ার পরিবারের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।
থাঙ্গারাজের বোন লীলাবতী সুপিয়া জানান, জেল থেকে পরিবারের কাছে ডেথ সার্টিফিকেট হস্তান্তর করা হয়েছে। সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি) একটি বিবৃতিতে বলা হয়েছে যে ১ কেজির বেশি গাঁজা পাচারে জড়িত থাকার জন্য ২০১৮ সালে থাঙ্গারাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
আদালত ২০১৯ সালে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার আপিল খারিজ করে দেয়। রাষ্ট্রপতির কাছে যাবজ্জীবনের আবেদনও ব্যর্থ হয়েছে। পরিবারের সদস্যরা এবং মানবাধিকার কর্মীরা পরে প্রকাশ্যে তার ক্ষমার আবেদন করেন।
বিশ্বের অনেক দেশে গাঁজা বৈধ। তবে সিঙ্গাপুরে কঠোর মাদক আইন রয়েছে। দেশটির সরকার মাদক চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা বজায় রাখতে কঠোরভাবে এই আইন প্রয়োগ করে।