সংবাদ শিরোনাম :
‘সাদা রঙের পৃথিবী’তে এখন ব্যস্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০২:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১২৩ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
‘সাদা রঙের পৃথিবী’তে এখন ব্যস্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এটি তার নতুন সিনেমার নাম। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তার নতুন ছবির শুটিং। বেনারসে অবস্থিত এক বিধবার আশ্রমকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প। সেই আশ্রম থেকে নারী পাচার করা হচ্ছে এবং সেই কাজেই যুক্ত শ্রাবন্তী অভিনীত চরিত্র ভবানী। প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। এছাড়া প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি।
ভবানীর পাশাপাশি শিবানীর ভূমিকায়ও দেখা যাবে তাকে। সেই চরিত্রের মূল উদ্দেশ্য এই দুষ্টচক্রের বিনাশ। ইতিমধ্যে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এই ছবির মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছেন। ছবিতে আরও অভিনয় করবেন অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায় এবং আরও অনেকে।ছবিটি পরিচালনা করছেন রাজর্ষি দে।