সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত রিকশার চাপায় শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০৮:২০:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১২০ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় শাহাদাত হোসেন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু শাহাদাত সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকার রন্জু মিয়া গুদুর ছেলে জানা গেছে। সে স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্র ছিলো।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় শাহাদাত। নগদা মসজিদ এলাকায় সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ব্যাটারিচালিত অটো রিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ধানাটা- আদ্রা সড়ক আধা ঘন্টা যানচলাচল বন্ধ করে দেয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।