সয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১১৩ বার পঠিত

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদোর সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১০ টার দিকে উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি জে.আই. চৌধুরী লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হাজী মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি উদ্বোধক করেন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম (মনু)।
সহকারী প্রধান শিক্ষক মোঃ কবির উদ্দিন ও সহকারী শিক্ষক পাপিয়া ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত জেলা প্রশাসক, নরসিংদী)।
সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, সহ-সভাপতি বাবু মধুসূদন দাস দুলু, এ. কে. এম আলমগীর কবির, রাজানগর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস.এম কবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ঢাকা জেলা আওয়ামী সদস্য হাবিবুর রহমান হাবিব।
আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাসেম, উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, সাংগঠনিক সম্পাদক মহসিন ভূইয়া, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, কো-অপ্ট সদস্য শেখ শহিদুল্লাহ সোহেল, শামিম চৌধুরী চঞ্চল, সম্রাটসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।