শ্রীপুরে কারখানায় আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট

- আপডেট সময় : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৮৩ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরার চালা নতুন বাজার এলাকায় বিসমিল্লাহ্ গ্রুপের শাহরিজ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আজ বেলা সাড়ে ১২টায় ওই কারখানায় আগুন লাগে। প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুল ইসলাম জানান, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ততক্ষণে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে কারখানায় থাকা বিপুল পরিমান তুলা, সুতা, ঝুট কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে মিজানুর রহমান (৪০) নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, দুপুর সোয়া ১২টার দিকে বিসমিল্লাহ গ্রুপের শাহরিজ কম্পোজিট মিলস্ নামের কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কারখানার কক্ষে থাকা তুলায় ও সুতায় আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন মুহুর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কিছু সময় পর জয়দেবপুর ফায়ার স্টেশনের আরো তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন লাগার কারণ ও হতাহতের কোন তথ্য তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।