শ্রীপুরে ঋণ পরিশোধে জমি বিক্রিতে সম্মতি না থাকায় নারীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৩০ বার পঠিত
শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক ঋণ পরিশোধে স্বামী-সন্তান জমি বিক্রি করে দেয়ায় মমতাজ আক্তার (৫০) নামের এক নারী লিচু গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। আজ বেলা ১২টায় উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মমতাজ আক্তার (৫০) শিমলাপাড়া গ্রামের মো. আব্দুল হালিমের স্ত্রী।
নিহতের ছেলে মাসুম রানা জানান, সম্প্রতি পারিবারিক ঋণ পরিশোধের জন্য বাবার মালিকানাধীন ৪লাখ টাকা মূল্যের সোয়া ৪শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেয়া হয়। ওই জমি বিক্রিতে মা মমতাজ আক্তারের সম্মতি ছিল না। কোন ভাবেই মা মমতাজ আক্তারকে জমি বিক্রিতে রাজি করাতে পারছিলেন না। আজ সকালে মায়ের অমতেই মাসুদ ও তার বাবা আব্দুল হালিম জমির বায়না করার জন্য যান। এ খবর শুনে বেলা ১২টায় বাড়ির পাশে লিচু গাছে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আশপাশের মহিলারা এগিয়ে এসে মায়ের মরদেহ গাছ থেকে নামিয়ে ঘরে আনেন।
এ বিষয়ে মাওনা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মিন্টু মিয়া বলেন, নিহতের স্বজনদের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।