শ্রীনগর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং
- আপডেট সময় : ০৮:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৩১ বার পঠিত
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ:
শ্রীনগরে পবিত্র রমজান উপলক্ষে শ্রীনগর সদর বাজার মনিটরিং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৫ মামলায় সর্বমোট ১৮,০০০/= টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শ্রীনগর সদর বাজারের ভিতরে এবং বাহিরে নিজস্ব দোকান সীমানা পেরিয়ে জনচলাচলের সরকারি রাস্তায় দোকান বসিয়ে চলাচলে ভোগান্তি ও যানযট সৃষ্টি করা এবং সরকার নির্ধারিত মূল্য ব্যবহার না করায় তাদেরকে এই জরিমানা করা হয়।
আজ দুপুরে অভিযান পরিচালনাকালে শ্রীনগরে রমজান মাসে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী নেতৃত্বে বাজার মনিটরিং সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, কৃষি কর্মকর্তা শান্তনা রাণী,শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, শ্রীনগর থানা কর্মকর্তা(তদন্ত)মোঃ কামরুজ্জামান, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বাজার কমিটির সদস্য সাইফুল ইসলাম টিটু সহ বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।