শ্রীনগরে আওয়ামীলীগের সদস্য বই বিতরণ
- আপডেট সময় : ০৮:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৩৭ বার পঠিত
ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শ্রীনগর উপজেলা শাখার ১৪ টি ইউনিয়নের মধ্যে অবশিষ্ট পাঁচটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য বই বিতরন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জেলা আঃলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান এর সাক্ষরিত সদস্য বইটি বিতরণ করা হয়।
আজ উপজেলার ষোলঘর ইউনিয়ন, কোলাপাড়া ইউনিয়ন ,রাঢীখাল,শ্যামসিদ্ধি ও আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ষোলঘর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি কাজী মাহবুবুল আলম রুনু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মর্জিনা বেগম মুন্নী, নবগঠিত উপজেলা শ্রমিকলীগের সাঃ সম্পাদক সোহেল সাহরিয়ার, আটপাড়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই শিকদার, কোলাপাড়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপীনাথ, রাড়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী, শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মজিত,পাটাভোগ ইউনিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিথুন, আওয়ামীলীগ নেতা হারুন বেপারী, যুবলীগ নেতা মোঃ মামুন প্রমূখ।