শ্রাবন্তীর বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ
- আপডেট সময় : ০২:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ১০১ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তাকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। এবার এই অভিনেত্রীর বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে।
জানা যায়, বছর দুয়েক আগে মধ্যগ্রামের একটি শপিং মলে পার্টনারশিপে জিম খুলেছিলেন শ্রাবন্তী। সেই জিম নিয়েই শুরু হল গণ্ডগোল। যা থানা পর্যন্ত গড়িয়েছে। শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন সেই জিমেই তালা ঝুলছে। এমনকি সম্প্রতি এই জিমের বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। যেখানে বছরে ১৮,০০০ টাকার পরিবর্তে, আপনি যদি একবারে ৭,৫০০ টাকা দেন তবে জিমে ভর্তি করা হবে। এই দুর্দান্ত অফার পেয়ে অনেকেই জিমে যোগ দেন।
অভিযোগকারীরা আরও বলেছেন যে ভর্তির পরে তাদের বলা হয়েছিল যে ৪,০০০ টাকার বিনিময়ে তাদের একজন ব্যক্তিগত ট্রেইনার নিয়োগ করতে হবে। তারপরে জিমটি দোল উৎসবের জন্য বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে আর খোলেনি। অভিযোগকারীরা থানায় অভিযোগ জমা দিয়ে টাকা ফেরত দাবি করেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী বলেন, ‘প্রায় ছয় মাস ধরে এই জিমের সঙ্গে আমার যোগাযোগ নেই। কাজ নিয়ে খুব ব্যস্ত। তবে যারা ভর্তি হয়েছেন তারা অবশ্যই সময়মতো সব পাবেন। আমি আমার কাজে এতটাই ব্যস্ত যে সেখানে সময় দিতে পারছি না।’