ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫ Logo শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে Logo আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স Logo ঈদে ভিভো ভি৫০ ফাইভজি: ট্রেন্ডসেটিং ক্যামেরা ও পারফরম্যান্স Logo প্রতিহিংসা ভুলে গিয়ে বাবার আদর্শকে লালন করে উন্নত পিরোজপুর গড়তে চাই Logo ঈদ উপলক্ষে টেকনো নিয়ে এলো দারুণ সব অফার Logo অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন – অনার এক্স৯সি Logo যে ৩টি কারণে ইনফিনিক্স হট ৫০ প্রো+ এখনও চাহিদার শীর্ষে Logo অপো এ৫ প্রো’-এর বিক্রিতে রেকর্ডর Logo অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন মাওলানা আলহাজ্ব মো; সিফাতউল্লাহ

শেরপুরে ৬ টি বন্ধুকসহ একজন আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৫৩ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের সীমান্ত এলাকা ভারত থেকে অবৈধ পথে পাচার হয়ে আসা ৬ টি বন্ধুকসহ মাসুম বিল্লাহ ওরফে বুলবুল নামে একজনকে আটক করেছে নালিতাবাড়ি থানা পুলিশ। এ বিষয়ে আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. কামারুজ্জামান জানায়, নালিতাবাড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে সীমান্ত পথে অবৈধ ভাবে একটি অস্ত্রের চালান আসছে। সে প্রেক্ষিতে ১৪ এপ্রিল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী সমেশ্চুরা লালটেঙ্গুর পাহাড়ের কাছে বারোমারি সীমান্ত সড়কে ব্যারিকেড দিয়ে একটি মোটর সাইকেল ও অটোরিক্সাকে থামার সংকেত দিলে অটোচালক লাফ দিয়ে পাশ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই অটো থেকে জেলার ঝিনাইগাতি উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব এর পুত্র মাসুম বিল্লাহ ওরফে বুলবুল (৩০) কে ৬ টি অস্ত্রের প্যাকেটসহ আটক করা হয়। অস্ত্রগুলো প্রাথমিক ভাবে ইয়ারগান সদৃশ্য মনে হলেও তা এক্সপার্টের কাছে পাঠানো হবে এবং অস্ত্রগুলো মারনাস্ত্র প্রমান হলে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মামলা দায়ের করা হবে বলে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানায়। তবে আপাতত তার বিরুদ্ধে চোরাকারবারী হিসেবে মামলা দায়ের করা হয়েছে। এদিকে এ চোরাচালানের সাথে সাইদুল ইসলাম ও মো. মনির নামে আরো দুইজন জড়িত রয়েছে বলে আটককৃত মাসুম বিল্লাহ জানায়। পুলিশ তাদের বিরুদ্ধেও মামলায় অভিযুক্ত করেছন।

শেরপুরে ৬ টি বন্ধুকসহ একজন আটক

আপডেট সময় : ০৩:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের সীমান্ত এলাকা ভারত থেকে অবৈধ পথে পাচার হয়ে আসা ৬ টি বন্ধুকসহ মাসুম বিল্লাহ ওরফে বুলবুল নামে একজনকে আটক করেছে নালিতাবাড়ি থানা পুলিশ। এ বিষয়ে আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. কামারুজ্জামান জানায়, নালিতাবাড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে সীমান্ত পথে অবৈধ ভাবে একটি অস্ত্রের চালান আসছে। সে প্রেক্ষিতে ১৪ এপ্রিল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী সমেশ্চুরা লালটেঙ্গুর পাহাড়ের কাছে বারোমারি সীমান্ত সড়কে ব্যারিকেড দিয়ে একটি মোটর সাইকেল ও অটোরিক্সাকে থামার সংকেত দিলে অটোচালক লাফ দিয়ে পাশ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই অটো থেকে জেলার ঝিনাইগাতি উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব এর পুত্র মাসুম বিল্লাহ ওরফে বুলবুল (৩০) কে ৬ টি অস্ত্রের প্যাকেটসহ আটক করা হয়। অস্ত্রগুলো প্রাথমিক ভাবে ইয়ারগান সদৃশ্য মনে হলেও তা এক্সপার্টের কাছে পাঠানো হবে এবং অস্ত্রগুলো মারনাস্ত্র প্রমান হলে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মামলা দায়ের করা হবে বলে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানায়। তবে আপাতত তার বিরুদ্ধে চোরাকারবারী হিসেবে মামলা দায়ের করা হয়েছে। এদিকে এ চোরাচালানের সাথে সাইদুল ইসলাম ও মো. মনির নামে আরো দুইজন জড়িত রয়েছে বলে আটককৃত মাসুম বিল্লাহ জানায়। পুলিশ তাদের বিরুদ্ধেও মামলায় অভিযুক্ত করেছন।