শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
- আপডেট সময় : ০৭:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২২ বার পঠিত
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ দিবসটি পালন করেছেন। আজ সকাল সাড়ে ১১ টায় ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল হাসান দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে কালেক্টরের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় শিশু ও তুরুন প্রজন্মকে মোবাইল ও মাদকের আসক্তি থেকে বের হয়ে মাঠে আসার আহবান জানান বক্তারা। তারা যেন মাঠে এসে খেলাধুলা করে সে বিষয়ে দৃষ্টি রাখার জন্য মা-বাবা প্রতি আহবান জানানো হয়।