সংবাদ শিরোনাম :
শেরপুরে অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযানে ১৬ মোটরসাইকেল আটক
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৩৭ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
শেরপুরে প্রতিনিধি :
শেরপুরে অবৈধ যানবাহন চলাচল বন্ধে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। রবিবার (৩ নভেম্বর) দিবাগত মধ্যরাত পর্যন্ত শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় ওই অভিযান চালানো হয়। ওই সময় ১৬ টি মোটরসাইকেল আটক করে ও ৩০টি মামলা দায়ের করা হয়।
অভিযানে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করা হয়। চালকদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০টি মামলা করা হয়। এছাড়াও লাইসেন্সবিহীন ১৬টি মোটরসাইকেল আটক করা হয়।
এছাড়াও ১৪টি মোটরসাইকেলের চালককে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি শুরু করেছে । অভিযানে প্রায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে। সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় শেরপুরে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসানসহ সেনা ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।