সংবাদ শিরোনাম :
শেরপুরে অবরোধের প্রথম দিনে চলেনি দূরপাল্লার বাস
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৯৯ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফায় প্রথম দিনের অবরোধ। শেরপুরে এই অবরোধে কোন প্রকার পিকেটিং না থাকলেও আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। আজ দুপুরে শেরপুরের আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর চিত্র ছিলো অনেকটা এরকমই।
শেরপুর বাস কোচ মালিক সমিতির পক্ষ থেকে বাস চালানোর কথা বলা হলেও আজকের অবরোধে একটি বাসও চলেনি সাথে পণ্যবাহী যানবাহনও চলতে দেখা যায়নি। বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বাস চালানোর মতো যাত্রী নেই বলেই বাস চালানো সম্ভব হচ্ছে না।
এদিকে দূরপাল্লার বাস না চলার কারণে জেলা শহরেও লোকজন ও যানবাহন কম দেখা গেছে। এছাড়া অফিস আদালতেও মানুষজন কম থাকায় কাজ চলছে ধীরগতিতে।
















