শিমারি শাড়িতে বাফটার মঞ্চে নজর কাড়লেন দীপিকা
- আপডেট সময় : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৬৪ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি :
৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে মঞ্চে উপস্থাপনা করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই বিশেষ দিনটি উপলক্ষে, তিনি তারকা ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা একটি শিমারি শাড়িতেও নজর কেড়েছিলেন।
রবিবার লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে রেড কার্পেটে হাঁটার আগে দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম স্টোরিজে দুটি নতুন ছবি পোস্ট করেছেন, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি একটি ঝকঝকে শাড়ি এবং ম্যাচিং ব্যাকলেস ব্লাউজ পরেছিলেন। বলিউডের সবাই শাড়ি বা যে কোনো এথনিক পোশাকের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন সব্যসাচীর উপর।
এই দিনে, দীপিকা পরিচালক জোনাথন গ্লেজারকে বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে দ্য জোন অব ইন্টারেস্ট ছবির জন্য পুরস্কার প্রদান করেন।
এদিকে দীপিকাকে এমন আবেদন ছড়াতে দেখে ভক্তরা বেশ খুশি। পোস্টের জবাবে দীপিকার প্রশংসা করতেও দেখা গেছে নেটিজেনদের।