ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার Logo চাইনিজ রাইফেলসহ ২ যুবক গ্রেফতার  Logo প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে করিমগঞ্জে মানববন্ধন  Logo প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক Logo শেরপুরে অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযানে ১৬ মোটরসাইকেল আটক Logo নওগাঁর সাপাহারে কৃষি ঋণ মেলার উদ্বোধন Logo কোটালীপাড়ায় ৩টি ক্লিনিকে জরিমানা, ১টির কার্যক্রম বন্ধ Logo অপো বাংলাদেশের ১০ম বর্ষপূর্তি: ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এ রয়েছে আকর্ষণীয় ‘সুপার অফার Logo সাবেক খাদ্যমন্ত্রীর সহযোগীদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিকদের উপর হামলা Logo সম্পর্ক নেই জানিয়ে আরশকে সতর্ক করলেন তানিয়া বৃষ্টি

লাসপেচ্ছিয়া বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করল সি এস এন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৫৩ বার পঠিত

সোহানুর রহমান উজ্জ্বল ,ইতালি প্রতিনিধি:
ইতালিতে দীর্ঘ বছর থেকে ধাপে ধাপে প্রবাসীদের আইনি সহায়তা, পরামর্শ, কাফ, ইমিগ্রেশন ও পাত্রোনাতো সার্ভিসের মধ্য দিয়ে নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছে সি এস এন গ্রুপ। সি এস এন এর এই সেবার মান উন্নয়নে আরো গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে ইতালির লাসপেচ্ছিয়া বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করল সি এস এন। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে শুধু সি এস এন গ্রুপ কর্মকর্তা ও ইতালিয়ান কমিউনিটি নিয়ে অফিসিয়াল উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সি এস এন গ্রুপের পরিচালনায় লাসপেচ্ছিয়ায় দায়িত্বপ্রাপ্ত আখি সনি ও এমডি জামাল হোসেনের আমন্ত্রনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি এস এন এর প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার, মার্কেটিং এডভাইজার সারফারাজ দিন, সি এস এন মিলান লাম্বারদিয়া দায়িত্বপ্রাপ্ত কামরুল ইসলাম ভার্সান। এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনাপী গ্রুপের প্রেসিডেন্ট কারমেলো সাত্তা, ডিরেক্টরে ফেনাপী জুসেপ্পে বনোরা, প্রেসিডেন্টে দেল পাত্রনাতো ইনাপি জুসেপ্পে দি লুকা, আসেস্সুরে কমুনে দি লাসপেচ্চিয়া, জুলিও গুয়েররে সহ সি এস এন গ্রুপ পরিবারের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সি এস এন মার্কেটিং এডভাইজার সারফারাজ দিন বলেন, ‘প্রবাসীদের সঠিক আইনি সহায়তা ও পরামর্শ প্রদানে ও আমাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে পুরো ইতালি জুড়ে বিভাগীয় কার্যালয় সহ শাখা অফিস আমরা দিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখবো।’ এদিকে সি এস এন প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার বলেন, ‘আমাদের লক্ষ্য সি এস এন এর মাধ্যমে প্রবাসীরা যেন প্রশিক্ষণ নিয়ে দক্ষ অপারেটর হয়ে কাফ অফিস পরিচালনা করতে পারে।’ অনুষ্ঠানে ফেনাপি, ইনাপি সহ ইতালিয়ান বিভিন্ন কাফ সেক্টরের সংস্থা থেকে আগত ও আমন্ত্রিত অতিথিরা সবসময় সিএস এন এর পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।

লাসপেচ্ছিয়া বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করল সি এস এন

আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

সোহানুর রহমান উজ্জ্বল ,ইতালি প্রতিনিধি:
ইতালিতে দীর্ঘ বছর থেকে ধাপে ধাপে প্রবাসীদের আইনি সহায়তা, পরামর্শ, কাফ, ইমিগ্রেশন ও পাত্রোনাতো সার্ভিসের মধ্য দিয়ে নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছে সি এস এন গ্রুপ। সি এস এন এর এই সেবার মান উন্নয়নে আরো গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে ইতালির লাসপেচ্ছিয়া বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করল সি এস এন। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে শুধু সি এস এন গ্রুপ কর্মকর্তা ও ইতালিয়ান কমিউনিটি নিয়ে অফিসিয়াল উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সি এস এন গ্রুপের পরিচালনায় লাসপেচ্ছিয়ায় দায়িত্বপ্রাপ্ত আখি সনি ও এমডি জামাল হোসেনের আমন্ত্রনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি এস এন এর প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার, মার্কেটিং এডভাইজার সারফারাজ দিন, সি এস এন মিলান লাম্বারদিয়া দায়িত্বপ্রাপ্ত কামরুল ইসলাম ভার্সান। এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনাপী গ্রুপের প্রেসিডেন্ট কারমেলো সাত্তা, ডিরেক্টরে ফেনাপী জুসেপ্পে বনোরা, প্রেসিডেন্টে দেল পাত্রনাতো ইনাপি জুসেপ্পে দি লুকা, আসেস্সুরে কমুনে দি লাসপেচ্চিয়া, জুলিও গুয়েররে সহ সি এস এন গ্রুপ পরিবারের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সি এস এন মার্কেটিং এডভাইজার সারফারাজ দিন বলেন, ‘প্রবাসীদের সঠিক আইনি সহায়তা ও পরামর্শ প্রদানে ও আমাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে পুরো ইতালি জুড়ে বিভাগীয় কার্যালয় সহ শাখা অফিস আমরা দিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখবো।’ এদিকে সি এস এন প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার বলেন, ‘আমাদের লক্ষ্য সি এস এন এর মাধ্যমে প্রবাসীরা যেন প্রশিক্ষণ নিয়ে দক্ষ অপারেটর হয়ে কাফ অফিস পরিচালনা করতে পারে।’ অনুষ্ঠানে ফেনাপি, ইনাপি সহ ইতালিয়ান বিভিন্ন কাফ সেক্টরের সংস্থা থেকে আগত ও আমন্ত্রিত অতিথিরা সবসময় সিএস এন এর পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।