লক্ষ্মীপুর-৩ নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী আ.লীগ নেতা সাত্তার
- আপডেট সময় : ০৭:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৯২ বার পঠিত
গাজী মমিন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর-৩ সদর আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (নৌকা) প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করবেন মোহাম্মদ থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার। তবে সাত্তার বলছেন বিদ্রোহী নয় স্বতন্ত্র। দল থেকে বলা আছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার সুযোগ রয়েছে।
আজ বিকেল ৪ টার দিকে আওয়ামী লীগ নেতা সাত্তার জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সুরাইয়া জাহানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
কিন্তু এ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে। আজ দুপুর ১২ টার দিকে পিংকু তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে এম এ সাত্তার বলেন, রাজনীতির বাহিরে তার একটি ট্রাস্ট রয়েছে। তার নাম হয়েছে এমএ সাত্তার ট্রাস্ট। তিনি দীর্ঘদিন ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে ছিলেন। এবং এ উপজেলাবাসী আমাকে পছন্দ করে। আমার বিশ্বাস শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে আমি বিপুল ভোটে বিজয় হবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, দলের হাইকমান্ড থেকে যদি চাপপ্রয়োগ করে, বিষয়টি তখন দেখা যাবে। একই আসন থেকে আওয়ামী লীগ নেতা ও সজিব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমও স্বতন্ত্র থেকে ভোট করবেন। তার পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।