লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৭
- আপডেট সময় : ০৮:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৪৪ বার পঠিত
মুসফিকু রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর শহরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জন আহত হয়েছেন। আহত সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় সাতজন আহতের বিষয়টি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল সালাম সৌরভ দুপুরে নিশ্চিত করেন।
আহতরা হলেন, পারভিন আক্তার (২৭), তার শিশুপুত্র আল-আমীন হোসেন শান্ত (৬), রত্না বেগম (৩৫), মাহফুজা (৫৬), সফিক (৪০), ইমন (২৫) ও রাকিব (২০)। তারা সবাই সদর উপজেলার ভবানীগঞ্জ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
আহতদের স্বজনরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে লক্ষ্মীপুর শহরে আসছিলেন। এসময় ঘটনাস্থলে এসে সিএনজিটি পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই সিএনজিতে থাকা শিশু ও নারীসহ ৭ জন আহত হয়। এসময় ঘাতক পিকআপ ভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক সৌরভ বলেন, আহতদের মধ্যে একজনের দুই পায়ের অবস্থা ভালো নয়। আহতদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।