রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: নাসিম উদ্দিন আকনের সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপি রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ, রাজাপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো: শাহ আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের উপ বিদ্যালয় পরিদর্শক মো: জামাল উদ্দিন, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা আলম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম।