রাজাপুরের সাতুরিয়ায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৪১ বার পঠিত
বাংলাদেশ কণ্ঠ ।।
হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বিএনপির জনসভা মীরবাড়ী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সাতুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আলম নান্নুর সভাপতিত্বে আজ ১৭ ডিসেম্বর ( মঙ্গলবার) সাতুরিয়া মীরবাড়ী স্কুল মাঠে বিকাল ৩ টায় এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা বিএনপির কান্ডারী কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো : নাসিম উদ্দিন আকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ। জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ব্যারিস্টার মো: গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য মো: হেমায়েত হোসেন নুর, রাজাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মো: শফিকুল ইসলাম, রাজাপুর উপজেলা যুবদলের অহব্বায়ক মো: মাসুম বিল্লাহ পারভেজ, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, রাজাপুর উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মো: শাখাওয়াত হোসেন প্রমুখ। জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জননেতা তারেক রহমান বাংলাদেশের ক্ষমতাপ্রাপ্ত হলে ইতোমধ্যে আপনারা জানেন যে তিনি রাষ্ট্র সংস্কার করনের ৩১ দফা প্রস্তাবনা দিয়েছেন তা অবশ্যই বাস্তবায়ন করবেন। রাস্ট্র সংস্করণ ফলে বাংলাদেশের প্রতিটি পরিবার সুখে সাচ্ছন্দ্যে থাকবে। এছাড়া তিনি আরো বলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্ট্রী ক্ষমতার লোভ ছিলোনা, দেশনেত্রী বেগম জিয়ারও কোনদিন রাস্ট্রীয় সম্পদের উপর লোভ ছিলোনা, তেমনি ভাবে জননেতা তারেক রহমান এদেশের ক্ষমতায় আসলে রাস্ট্রী সম্পত্তির উপর লোভ থাকবে না। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে বিএনপিকে রাস্ট্রী ক্ষমতায় আনলে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।