রাজাপুরের উত্তমপুর আব্দুল মালেক বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৪৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর আব্দুল মালেক বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৪ ও ২৫ ফেব্রুয়ারী ( সোম ও মঙ্গলবার) উত্তমপুর আব্দুল মালেক বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উত্তমপুর আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো: রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড. তালুকদার আবদুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: নাসিম উদ্দিন আকন, বিএনপির বড়ইয়া ইউনিয়ন শাখার সভাপতি শাহ মো: ফারুক, রাজাপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রিয়াজ আহসান, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাহাউদ্দীন বাচ্চু, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা আলম। আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা ছাত্রী গার্ডিয়ান ও এলাকাবাসী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আব্দুল মালেক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির হোসেন, মিনার মাহমুদ জুয়েল, মো: ফোরকান হোসেন।