রাজাপুরের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ০৯:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ২৩ ও ২৪ ফেব্রুয়ারী ( রবি ও সোমবার) বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো: ইমরান হোসেন ফোরকান এর সভাপতিত্বে ও আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল হোসেনের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. তালুকদার আবদুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মো: নাসিম উদ্দিন আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা আলম, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী।