রাজধানীর বঙ্গবাজারে আগুন এখন নিয়ন্ত্রণে

- আপডেট সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করেন। বিমান বাহিনীর হেলিকপ্টার আগুন নেভানোর জন্য উপর থেকে পানি ফেলছে। সকাল ৯টা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারগুলোকে পানি ছিটাতে দেখা গেছে।
র্যাবের সকল ঢাকা ব্যাটালিয়ন এবং নারায়ণগঞ্জের ১৮টি টহল দল এবং সাদা পোশাকে ছয়টি দল আগুন নিয়ন্ত্রণে, ট্রাফিক ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিসকে সহায়তা করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এবং ঘটনাস্থলে পৌঁছান ৬:১২ টায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।