সংবাদ শিরোনাম :
রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৯ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসা থেকে শাহিদা (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই কিশোরী মো. নুরুল হায়দারের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল। গৃহকর্তা নুরুল হায়দারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ঘটনার সময় নুরুল হায়দার বা তার স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। শুধু তাদের এক প্রতিবন্ধী মেয়ে আর ওই কিশোরী ঘরে ছিল। পরে তারা ঘরে এসে দরজা খুলে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।