ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৩৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে তা গত কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান বার বার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। খবর বিবিসির। ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব ‘গুরুত্বের সঙ্গে’ নিয়েছে এবং ভারতীয় সেনারা এর ‌‘যথোচিত জবাব’ দিচ্ছে বলেও জানান তিনি। এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে তিনি প্রথম এই ঘোষণা দেন। এর আধঘণ্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে। তবে ঘণ্টা দুয়েকের মধ্যেই ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ভারতনিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে!তিনি আরও বলেন, পাকিস্তানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। আত্তাউল্লাহ তারার বলেন, পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা আমাদের জন্য একটা বিজয়। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলেও দাবি করেন তিনি।

ট্যাগস :

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান

আপডেট সময় : ০২:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে তা গত কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান বার বার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। খবর বিবিসির। ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব ‘গুরুত্বের সঙ্গে’ নিয়েছে এবং ভারতীয় সেনারা এর ‌‘যথোচিত জবাব’ দিচ্ছে বলেও জানান তিনি। এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে তিনি প্রথম এই ঘোষণা দেন। এর আধঘণ্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে। তবে ঘণ্টা দুয়েকের মধ্যেই ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ভারতনিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে!তিনি আরও বলেন, পাকিস্তানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। আত্তাউল্লাহ তারার বলেন, পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা আমাদের জন্য একটা বিজয়। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলেও দাবি করেন তিনি।