ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মেসি কি পারবেন অর্থের টান ভুলে সম্পর্কের টানে সাড়া দিয়ে বার্সায় ফিরতে?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বার্সেলোনা থেকে বিদায়ের মুহূর্তে চোখে জল নিয়ে লিওনেল মেসি বলেন, ‘আবার ফিরে আসব’ । ইউরোপিয়ান ফুটবল দলে দলবদলের অনিশ্চয়তায় মেসির আবেগের কথা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো ছিল না। দলবদলের অস্থির জগতে যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখন মাত্র দুই বছরে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠেছে।

সম্পর্কের কারণে পুরনো ক্লাবে ফিরতে চান মেসি। তবে মেসির বার্সায় ফেরার পথে সবচেয়ে বড় বাঁধা হতে পারে টাকা। যদিও বার্সা মেসির জন্য বেতন-কাটা ধারা অন্তর্ভুক্ত করেছে, সেখানে সৌদি ক্লাব আল হিলাল এবং মার্কিন লীগ এমএলএস বড় অর্থ নিয়ে পা রেখেছে মাঠে। এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি টাকার টান ভুলে সম্পর্কের টানে সাড়া দিয়ে বার্সায় ফিরতে পারবেন?

মৌসুমের শুরু থেকেই বার্সার সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। মনে করা হয়েছিল যে পিএসজিতে মেসির অন্তত আরও একটি মৌসুম থাকা সময়ের ব্যাপার মাত্র। তবে পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা না হওয়ায় একপর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে মেসি-পিএসজি চুক্তি।

ফরাসি সংবাদপত্র লেকুইপ অনুসারে, মেসির আর্থিক চাহিদা এবং অমীমাংসিত চুক্তির সময়ের কারণে আর্জেন্টাইন তারকার প্যারিস-ভবিষ্যত মূলত ভারসাম্যের মধ্যে ঝুলে আছে। দুই পক্ষের এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে মেসিকে পাওয়ার লড়াইয়ে এগিয়ে এসেছে বেশ কয়েকটি ক্লাব।

মেসি কি পারবেন অর্থের টান ভুলে সম্পর্কের টানে সাড়া দিয়ে বার্সায় ফিরতে?

আপডেট সময় : ০১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
বার্সেলোনা থেকে বিদায়ের মুহূর্তে চোখে জল নিয়ে লিওনেল মেসি বলেন, ‘আবার ফিরে আসব’ । ইউরোপিয়ান ফুটবল দলে দলবদলের অনিশ্চয়তায় মেসির আবেগের কথা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো ছিল না। দলবদলের অস্থির জগতে যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখন মাত্র দুই বছরে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠেছে।

সম্পর্কের কারণে পুরনো ক্লাবে ফিরতে চান মেসি। তবে মেসির বার্সায় ফেরার পথে সবচেয়ে বড় বাঁধা হতে পারে টাকা। যদিও বার্সা মেসির জন্য বেতন-কাটা ধারা অন্তর্ভুক্ত করেছে, সেখানে সৌদি ক্লাব আল হিলাল এবং মার্কিন লীগ এমএলএস বড় অর্থ নিয়ে পা রেখেছে মাঠে। এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি টাকার টান ভুলে সম্পর্কের টানে সাড়া দিয়ে বার্সায় ফিরতে পারবেন?

মৌসুমের শুরু থেকেই বার্সার সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। মনে করা হয়েছিল যে পিএসজিতে মেসির অন্তত আরও একটি মৌসুম থাকা সময়ের ব্যাপার মাত্র। তবে পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা না হওয়ায় একপর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে মেসি-পিএসজি চুক্তি।

ফরাসি সংবাদপত্র লেকুইপ অনুসারে, মেসির আর্থিক চাহিদা এবং অমীমাংসিত চুক্তির সময়ের কারণে আর্জেন্টাইন তারকার প্যারিস-ভবিষ্যত মূলত ভারসাম্যের মধ্যে ঝুলে আছে। দুই পক্ষের এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে মেসিকে পাওয়ার লড়াইয়ে এগিয়ে এসেছে বেশ কয়েকটি ক্লাব।