মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা সংস্কারের অভাবে ভোগান্তি
- আপডেট সময় : ০৭:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১২৪ বার পঠিত

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের পূর্ব নাগর ভোগ গ্রামের দরবেশী দরবার শরীফ গেট হূমায়ন এর বাড়ী হতে পশ্চিম নাগর ভোগ গ্রামের শেষ কর্কট পাড়া মেইন রোড পর্যন্ত সড়কের বেহাল দশা হয়ে পরেছে । নানা জায়গায় গর্ত, সামান্য বৃষ্টি হলেই কাদা তৈরি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে। ভোগান্তির কারনে অটো গাড়ী এ রাস্তায় চলাচল করতে অনিচ্ছুক। যার কারনে যাত্রীদের গুনতে হয় অতিরিক্ত ভাড়া । সংস্কারের অভাবে ১০-থেকে ১৫বছর যাবত এমন অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে ২টি মাদ্রাসা ৪টি মসজিদ ও ১ট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
স্থানীয়দের দাবী সারা ইউনিয়ন এ অনেক রাস্তার কাজ হলেও অদৃশ্য কারনে এ রাস্তাটি দীর্ঘ ২০বছরেও সংস্কার হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কুকুটিয়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের দরবেশী দরবার শরীফ গেট এর হুমায়ুন এর বাড়ি থেকে পূর্ব নাগর ভোগ গ্রামের নজু শিকদার এর বাড়ি পর্যন্ত ইটের সলিং রাস্তা র ইট উঠে এমন অবস্থা বুঝাই মুশকিল যে ইটের রাস্তা । বাকি অংশ পুরোটাই কাচা রাস্তা যা গাড়ি চলাচলে অযোগ্য, সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে কাদা তৈরি হয়। কোথাও আবার ভেংঙ্গে গিয়ে রাস্তা সরু হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আলমগীর মাদবর বলেন,আমাদের এ রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কয়েক হাজার লোকের বসবাস। এই রাস্তাটি দিয়ে স্কুল শিক্ষার্থীরা স্কুল মাদ্রাসায় যাতায়াত করে। রাস্তা খারাপ হওয়ায় অটো চলাচল করতে না পারায়,বাধ্য হয়ে হেঁটে যেতে হয়। সাবেক মেম্বার আক্কাস এর সময় এটির শেষ কাজ হয় এর পরে আর কাজ হয় নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রইলো রাস্তা টি সংস্কার হলে যেন পাকা রাস্তা করা হয়।
স্থানীয় পঞ্চাশ উর্ধ্ব বয়সী আম্বিয়া বেগম বলেন, এ রাস্তাটি দিয়া গাড়ী চলাচল করতে সমস্যা হয়। কেউ অসুস্থ হলে এম্বুলেন্স করে রোগী নিয়ে যাওয়া যায় না বেশী অসুস্থ্য হলে কোলে করে নিতে হয়। রাস্তাটা এমন অবস্থা হচ্ছে বৃষ্টি তে কাদা তৈরি হয়।
পশ্চিম নাগর ভোগ গ্রামের নাহিদ হোসেন বলেন, আমার গ্রামের পুরো অংশটি কাচা মাটির। বৃষ্টি না হলে হাঁটা যায়, বৃষ্টি হলে গাড়ী তো দূরের কথা হাঁটাই মুশকিল। আর কেউ অসুস্থ হলে কোলে করে নিতে হয়। স্কুলের বাচ্চাদের হেঁটে যেতে হয় স্কুলে। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই রাস্তাটি যেন সংস্কার করা হয়।
এবিষয়ে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, ‘এ রাস্তাটি নিয়ে আমার ইউনিয়ন এর জনগন ভোগান্তি তে,আমি এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান কে বিষয়টি অবগত করেছি । এটি (LGED) এর রাস্তা হয়ে যায় হয়ে যায় করে হচ্ছে না।’
















