মা দিবসে মাকে যে উপহার দেবেন
- আপডেট সময় : ০৬:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বছর পর আবার এলো মা দিবস। যদিও প্রতিটি দিনই মা দিবস হওয়া উচিত! তবে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়।
আজকের ব্যস্ত জীবনে অনেকেই মাকে পর্যাপ্ত সময় দিতে পারেন না আবার কেউ কেউ তার কথা শোনার সময়ও পান না। তাই সব ব্যস্ততা ঠেলে মায়ের সঙ্গে কাটান এই মা দিবস।
এই দিনটি যে মায়ের জন্য সংরক্ষিত থাকবে তা নয়। প্রত্যেকের উচিত সপ্তাহে অন্তত একবার বা মাসে একবার মায়ের সঙ্গে সময় কাটানো। এতে আপনার মা খুশি হবে। মা দিবসে মাকে কী উপহার দেবেন জেনে নিন-
১. এই বিশেষ দিনটিকে মনে রাখার জন্য আপনি মায়ের জন্য একটি শাড়িও কিনতে পারেন।
২. মাকে একটি ছোট সোনার আংটি বা কানের দুল উপহার দেওয়া যেতে পারে। এটা পেয়ে মা নিশ্চয়ই খুশি হবেন।
৩. আপনি আপনার মায়ের জন্য একটি কার্ড তৈরি করতে পারেন। স্মৃতি হয়ে থাকবে।
৪. মাকে ফুল বা চকলেট উপহার দিতে পারেন।
৫. শো পিস, দরজার বেল বা ছবির অ্যালবাম মায়ের জন্য উপহার হতে পারে।
৬. মাকে বিভিন্ন জিনিসপত্র উপহার দিতে পারেন। আপনার উপহারের নিয়মিত ব্যবহারের পাশাপাশি মা এই বিশেষ দিনটিকেও মনে রাখবেন।
৭. আপনার মা যদি একজন কর্মজীবী মহিলা হন, তাহলে একটি ভাল ব্যাগ বা ঘড়ি হতে পারে সেরা উপহার।
৮. এই গ্রীষ্মে আপনি আপনার মায়ের জন্য একটি সুন্দর পারফিউম বা সুগন্ধি কিনতে পারেন।
৯. সারাদিন নিশ্চয়ই আপনার মা রান্নাঘরে ব্যস্ত সময় কাটান! মাকে একদিনের জন্য বিশ্রাম দিন বা তাকে কোথাও বেড়াতে নিয়ে যান।
১০. আপনার মা যদি বই পড়তে ভালোবাসেন, তাহলে আপনি তাকে তার প্রিয় লেখকের যেকোনো বই উপহার দিতে পারেন।
১১. এছাড়া রান্নাঘরের প্রয়োজনীয় বেশ কিছু আইটেম যেমন প্রেসার কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, ফ্রাই প্যান, ওভেন ইত্যাদি জিনিসও কিনতে পারেন। এতে মায়ের কষ্ট একটু হলেও কমবে।
১২. রাতে মায়ের জন্য কেক কেটে মা দিবস উদযাপন করতে পারেন। এ সময় তার পছন্দের খাবার দিয়ে টেবিল সাজিয়ে দিন।
















