মালয়েশিয়াতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৩২ বার পঠিত
হাবিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী ঐতিহ্য বিক্রমপুর মুন্সিগঞ্জ এসোসিয়েশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল মালয়েশিয়ার রাজধানীর প্রাণকেন্দ্র ফাইভ স্টার গ্রান্ড হল কন্টিনেন্টাল কুয়ালামপুরের বলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মালয়েশিয়ার স্থানীয় ও প্রবাসি বাঙ্গালীদের উপস্থিতি এক মিলন মেলায় পরিণিত হয় ফাইভ স্টার গ্রান্ড হল কন্টিনেন্টাল কুয়ালামপুরের বলরুম।
বিক্রমপুর-মুন্সিগঞ্জ এসোসিয়েশন কুয়ালামপুর এর পক্ষে উপস্থিত ম্যানেজমেন্ট করেন মাহাবুব আলম শাহ, মোয়াজ্জেম হোসেন নিপু, ধাতুক মোঃ সেলিম, এস কে সেন্টু, মোঃ খায়রুল ইসলাম টুলু, মোঃ মোস্তাক, মোঃ মাসুদ মোল্লা, মোঃ আমির, মোঃ ইকবাল শেখ ডেনিস, মোঃ জাহাঙ্গীর, মোঃ তারেক মোল্লা।
এ সময় এসোসিয়েশনের আরো উপস্থিত ছিলেন শেখ মোঃ জুলহাস, মোঃজাকির মোল্লা, মোঃ ওলিউল্লাহ, মোঃ শহিদ, মোঃরিদয়, সোহাগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির প্রায় শতাধিক নেতাকর্মী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলোওয়াত করে দেশ বিদেশে থাকা প্রবাসিদের ও তাদের পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোঃ মহিউদ্দিন।
মালয়েশিয়া বিক্রমপুর-মুন্সিগঞ্জ এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত প্রবাসি অতিথিদের ধন্যবাদ জানান কুয়ালামপুরের বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন নিপু, বিশিষ্ট ব্যবসায়ী ধাতুক মোঃ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী এস কে সেন্টু প্রমুখ।