মার্কিন সাংবাদিকের ‘অবিলম্বে মুক্তির’ আহ্বান জানিয়েছেন ব্লিনকেন

- আপডেট সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক আমেরিকান সাংবাদিককে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের বরাত দিয়ে আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র দফতরের অন্তর্বর্তী মুখপাত্র বেদান্ত প্যাটেল এক বিবৃতিতে বলেছেন যে মার্কিন সাংবাদিককে রাশিয়ার অপ্রত্যাশিত আটকের বিষয়ে ব্লিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রীর কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মন্ত্রী অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।
ওই বিবৃতিতে তিনি আরও বলেন, ব্লিঙ্কেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক আটক মার্কিন নাগরিক পল হুইলানকে মুক্তি দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে ইভান গার্শকোভিচ, তাদের সংবাদপত্রের জন্য কাজ করা একজন সাংবাদিক, গত বুধবার (২৯ মার্চ) রাশিয়ান নিরাপত্তা বাহিনী দ্বারা আটক হয়েছিল।