মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক ২
- আপডেট সময় : ০৬:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৪৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর রাস্তার মাথায় কুমিল্লা সিলেট মহাসড়কের উপর থেকে ৪০ কেজি গাঁজা ও একটি পিক আপসহ দুজনকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৯ শে এপ্রিল দুপুর ২ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মুঃ মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া বিয়াল্লিশ্বর রাস্তার মাথা অভিযান পরিচালনা করার সময় টাটা পিকআপ ঢাকা মেট্রো -ন ২১-৪৮২৬ থেকে ৪০ কেজি গাঁজা ও পিক আপসহ ২ জনকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহাগ মিয়া (২৬) পিতা রওশন আলী, আড়াইবাড়ি দক্ষিণপাড়া, কসবা ব্রাহ্মণবাড়িয়া, শাহিন মিয়া( ২২) পিতা :রুবেল মিয়া, আড়াইবাড়ি উত্তরপাড়া, কসবা ব্রাহ্মণবাড়িয়া।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মুঃ মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।