মাগুরা শ্রীপুরে বন্ধুর ধাক্কায় প্রান গেল বন্ধুর
- আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৬৮ বার পঠিত
মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে বন্ধু আলফাজের ধাক্কায় প্রান গেল আলহাজ্ব শেখ (১৭) নামে অপর বন্ধুর। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চরগোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলহাজ্ব শেখ চরগোয়ালপাড়া গ্রামের নবীর শেখের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বিকেলে চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে দুই বন্ধুর মধ্যে ফাজলামির এক পর্যায়ে প্রথমে আলহাজ্ব আলফাজের বুকে ধাক্কা দেয়। পরে আলফাজ ও আলহাজ্বের বুকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানতে চাইলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ‘অভিযুক্ত ও ভুক্তভোগী দুজন ছোট বেলা থেকে বন্ধু। সোমবার বিকেলে তাঁরা কোন বিষয় নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এটা কোন পূর্ব পরিকল্পিত বা রাজনৈতিক বিষয় না। নিহতের বুকের কাছে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে পুরো বিষয় পরিষ্কার হওয়া যাবে’। তিনি জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আর নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।