মাগুরা নবগঙ্গা নদী থেকে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৪০ বার পঠিত
মারুফ রায়হান,মাগুরা জেলা প্রতিনিধিঃ
শহরতলীর নিজনাদুয়ালী গোরস্থান এলাকায় নবগঙ্গা নদী থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবলু মাল্ল্যা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছ পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, শনিবার রাতে নিজনাদুয়ালীস্থ নবগঙ্গা নদীর পাড়ের বাগানে বসে নিহত বাবলু মােল্ল্যাসহ চার জন তাস খেলা অবস্থায় পুলিশ ধাওয়া করে। ঐ সময় নদীতে ঝাপ দিয়ে ০৩ জন সাতার কেটে নদীপার হলেও বাবলু মোল্লা নিখােজ ছিলেন। গতকাল সকালে তার মরদেহ নদীত ভেসে ওঠে, পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ মােস্তাফিজুর রহমান জানান, নদী থেকে উদ্ধারকৃত মৃতদেহটি শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবলু মোল্লার। তার বাড়ী শহরতলীর বরুনাতল গ্রামে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।