মাগুরা জেলা জীবানুমুক্ত করণের লক্ষ্যে স্প্রে ও ফগার মেশিন বিতরণ
- আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৪৬ বার পঠিত
মারুফ রায়হান, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে আজ বেলা ১১টার সময় মাগুরা জেলা জীবানুমুক্ত করণের লক্ষ্যে জেলা পরিষদ কর্তৃক স্প্রে ও ফগার মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেলা পরিষদ,মাগুরা বাদল চন্দ্র হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জেলা পরিষদ, মাগুরা পঙ্কজ কুমার কুন্ডু। আরো উপস্থিত ছিলেন, মাগুরা সদরের সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, কীটনাশক পদ্ধতি কমিয়ে স্বাভাবিক পদ্ধতি অবলম্বন করে চাষাবাদের পরামর্শ দেন । এছাড়াও ফসলি জমিতে গাছের ডালে লাঠি পুঁতে পাখি বসার ব্যবস্থা করে ক্ষতিকর পোকামাকড় দমন করে ফসলকে রক্ষা করা যায়, ফলে ফসল থাকে নিরাপদ এবং যে সকল কৃষি জমিতে ডাল দিয়ে কোন প্রকার কার্যকর হয় না সেখানে এই স্প্রে মেশিন গুলো কাজে লাগিয়ে কীটনাশক যত কমমাত্রা ব্যবহার করে ব্যবহার করতে। কারন কীটনাশক ব্যবহারে আমাদের ক্যানন্সার সহ বড় বড় রোগের সম্ভবনা রয়েছে। তিনি বক্তব্যে মাগুরার উন্নয়নের কথা উল্লেখ করে, সকলের শারীরিক সুস্থতা কামনা করে বক্তব্য শেষ করেন। আলোচনা শেষে প্রধান অতিথি সকল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানদের ৬৭০ টি স্প্রে মেশিন, ১১ টি ফগার মেশিন, ২০০০ পিস হ্যান্ডস্যানিটারিজ, ৩০,০০০ পিস মাস্ক, ১০০০ হ্যান্ডওয়াশ, ৮৭০০ পিস সাবান, মোট ৬৫,০০,০০০ টাকার করোনা ও মেশিনারিজ বিতরণ করেন এবং প্রতিটা ইউনিয়নে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে বলেন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা জেলার একান্ত সহকারী চেয়ারম্যান,জেলা পরিষদ কাজী ইকরামুল হক।