ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা Logo অপূর্ব-ফারিণ জুটিকে নিয়ে বঙ্গ-অমির বাজি এবার রোমান্সে Logo লড়াইটা কি ছেত্রি-হামজারও! Logo এবার ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের Logo ফের ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন Logo স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি:প্রধান উপদেষ্টা Logo প্রফেশনাল বক্সিং নিয়ে রাষ্ট্রদূতদের সাথে আলোচনা আসাদুজ্জামানের Logo মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন ও লোটো’র আকর্ষণীয় অফার Logo নতুন প্রজন্মের এআই প্রযুক্তি সমৃদ্ধ প্রিমিয়াম মেটাল ডিজাইনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo নেটওয়ার্কিং বৃদ্ধিতে বেসিস-এর আয়োজনে ইফতার

মসজিদের টাকা সংক্রান্ত সংঘর্ষে নিহত ১, আহত ৬

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৭৯ বার পঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের জুড়ীতে দু’পক্ষের সংঘর্ষে জলিল মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জলিল মিয়া ওই গ্রামের মৃত ছখাত মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ চাটেরা জামে মসজিদের জায়গাসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন থেকে একই গ্রামের জলিল মিয়া ও ইয়াছিন মিয়াদের বিরোধ চলে আসছিল। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের ২০ হাজার টাকার হিসাব নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় স্থানীয় মুসল্লিরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন। পরে এ ঘটনার জের ধরে ইফতারের পর জলিল মিয়াকে তার বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে ইয়াছিন মিয়া ও তার ভাতিজা তারেকুল ইসলাম তারা মিয়াসহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় জলিল মিয়ার চিৎকারে তার ছেলে রনি মিয়া, শাহিদ মিয়া ও ভাগিনা সাঈদ আহমদ ঘটনাস্থলে ছুটে এলে তাদেরকেও ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। পরে নিহত জলিল মিয়াসহ আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত রনি মিয়া ও ইয়াছিন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
নিহত জলিল মিয়ার স্ত্রী রিনা বেগম জানান, ইয়াছিন ও তার ভাতিজা তারা মিয়াসহ তাদের আত্মীয়রা নির্মমভাবে দাঁ দিয়ে কুপিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। তারা আমার ছেলেদেরও কুপিয়েছে। সরকারের কাছে আবেদন জানাই তাদের ফাঁসি চাই। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন মনির জানান, উভয় পক্ষের মধ্যে জমি ও মসজিদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, নিহতের ছেলে বাদী হয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।

মসজিদের টাকা সংক্রান্ত সংঘর্ষে নিহত ১, আহত ৬

আপডেট সময় : ০৪:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের জুড়ীতে দু’পক্ষের সংঘর্ষে জলিল মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জলিল মিয়া ওই গ্রামের মৃত ছখাত মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ চাটেরা জামে মসজিদের জায়গাসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন থেকে একই গ্রামের জলিল মিয়া ও ইয়াছিন মিয়াদের বিরোধ চলে আসছিল। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের ২০ হাজার টাকার হিসাব নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় স্থানীয় মুসল্লিরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন। পরে এ ঘটনার জের ধরে ইফতারের পর জলিল মিয়াকে তার বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে ইয়াছিন মিয়া ও তার ভাতিজা তারেকুল ইসলাম তারা মিয়াসহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় জলিল মিয়ার চিৎকারে তার ছেলে রনি মিয়া, শাহিদ মিয়া ও ভাগিনা সাঈদ আহমদ ঘটনাস্থলে ছুটে এলে তাদেরকেও ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। পরে নিহত জলিল মিয়াসহ আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত রনি মিয়া ও ইয়াছিন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
নিহত জলিল মিয়ার স্ত্রী রিনা বেগম জানান, ইয়াছিন ও তার ভাতিজা তারা মিয়াসহ তাদের আত্মীয়রা নির্মমভাবে দাঁ দিয়ে কুপিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। তারা আমার ছেলেদেরও কুপিয়েছে। সরকারের কাছে আবেদন জানাই তাদের ফাঁসি চাই। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন মনির জানান, উভয় পক্ষের মধ্যে জমি ও মসজিদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, নিহতের ছেলে বাদী হয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।