ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫ Logo শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে Logo আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স Logo ঈদে ভিভো ভি৫০ ফাইভজি: ট্রেন্ডসেটিং ক্যামেরা ও পারফরম্যান্স Logo প্রতিহিংসা ভুলে গিয়ে বাবার আদর্শকে লালন করে উন্নত পিরোজপুর গড়তে চাই Logo ঈদ উপলক্ষে টেকনো নিয়ে এলো দারুণ সব অফার Logo অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন – অনার এক্স৯সি Logo যে ৩টি কারণে ইনফিনিক্স হট ৫০ প্রো+ এখনও চাহিদার শীর্ষে Logo অপো এ৫ প্রো’-এর বিক্রিতে রেকর্ডর Logo অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন মাওলানা আলহাজ্ব মো; সিফাতউল্লাহ

মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে থিয়েটার আর্ট ইউনিট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৭৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। এ নাটকের নাম ‘বলয়’। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৪০তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ।‘বলয়’ নাটকে দেখা যাবে এর প্রধান তিনটি চরিত্র রাজনীতিক, বিজ্ঞান চিন্তক ও ধর্মতাত্ত্বিক। প্রত্যেকে নিজের মেধা ও পেশায় পরিপক্ব। কিন্তু কোথায় যেন একটা আকুলতা, মুক্তির বাসনা। তারা তিনজনই এসেছে মন বিশ্লেষকের কাছে কাউন্সেলিংয়ের জন্য। তাদের উপলব্ধি, তারা আপন বলয়ে আবদ্ধ। হাঁপিয়ে উঠেছে তারা। আর পেরে উঠছে না, তাই পরিত্রাণ চায়। বলয়মুক্ত জীবন চায়। আসলেই কি তা সম্ভব? কাউন্সেলিংয়ের ফাঁকে বের হয়ে আসে তাদের না বলা কথা, উপলব্ধির কথা। বিজ্ঞান, ধর্ম ও রাজনীতির কথা; যুক্তির পিঠে যুক্তি, যুক্তি খণ্ডন, আস্থা-অনাস্থা ও অনুভবের কথা। তারা ফিরে যায় আপন সত্তায়। নিজের সঙ্গে কথোপকথন। সম্ভব কি বলয় থেকে মুক্তি? নাকি নতুন বলয়ের অভিষেকে নিজেকে করবে সমর্পণ। নির্দেশক মোকাদ্দেম মোরশেদ বলেন‘রাজনৈতিক বলয়সহ সামগ্রিক পারিপার্শ্বিক বলয়ের একটা স্থানান্তর ঘটেছে। এক বলয় থেকে অন্য বলয়ে আমরা স্থানান্তরিত হয়েছি। বলয় কিন্তু রয়েই গেছে। বলয় থেকে বলয়ে গমন অথবা আটকে পড়া বলয়ে পুঞ্জীভূত ক্ষোভের স্পন্দন, অনুকূলে বা প্রতিকূলে মুক্তিহীন বলয়বন্দী বহমান এই জীবনের উপলব্ধিই বলয় নাটকের চিন্তাসূত্র।’নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ, কামরুজ্জামান মিল্লাত, সেলিম মাহবুব প্রমুখ। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী এবং আবহ পরিকল্পনায় সেলিম মাহবুব।

ট্যাগস :

মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে থিয়েটার আর্ট ইউনিট

আপডেট সময় : ০৩:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ কণ্ঠ ।।

বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। এ নাটকের নাম ‘বলয়’। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৪০তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ।‘বলয়’ নাটকে দেখা যাবে এর প্রধান তিনটি চরিত্র রাজনীতিক, বিজ্ঞান চিন্তক ও ধর্মতাত্ত্বিক। প্রত্যেকে নিজের মেধা ও পেশায় পরিপক্ব। কিন্তু কোথায় যেন একটা আকুলতা, মুক্তির বাসনা। তারা তিনজনই এসেছে মন বিশ্লেষকের কাছে কাউন্সেলিংয়ের জন্য। তাদের উপলব্ধি, তারা আপন বলয়ে আবদ্ধ। হাঁপিয়ে উঠেছে তারা। আর পেরে উঠছে না, তাই পরিত্রাণ চায়। বলয়মুক্ত জীবন চায়। আসলেই কি তা সম্ভব? কাউন্সেলিংয়ের ফাঁকে বের হয়ে আসে তাদের না বলা কথা, উপলব্ধির কথা। বিজ্ঞান, ধর্ম ও রাজনীতির কথা; যুক্তির পিঠে যুক্তি, যুক্তি খণ্ডন, আস্থা-অনাস্থা ও অনুভবের কথা। তারা ফিরে যায় আপন সত্তায়। নিজের সঙ্গে কথোপকথন। সম্ভব কি বলয় থেকে মুক্তি? নাকি নতুন বলয়ের অভিষেকে নিজেকে করবে সমর্পণ। নির্দেশক মোকাদ্দেম মোরশেদ বলেন‘রাজনৈতিক বলয়সহ সামগ্রিক পারিপার্শ্বিক বলয়ের একটা স্থানান্তর ঘটেছে। এক বলয় থেকে অন্য বলয়ে আমরা স্থানান্তরিত হয়েছি। বলয় কিন্তু রয়েই গেছে। বলয় থেকে বলয়ে গমন অথবা আটকে পড়া বলয়ে পুঞ্জীভূত ক্ষোভের স্পন্দন, অনুকূলে বা প্রতিকূলে মুক্তিহীন বলয়বন্দী বহমান এই জীবনের উপলব্ধিই বলয় নাটকের চিন্তাসূত্র।’নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ, কামরুজ্জামান মিল্লাত, সেলিম মাহবুব প্রমুখ। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী এবং আবহ পরিকল্পনায় সেলিম মাহবুব।