ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তে ৩ জন নিহত
- আপডেট সময় : ০১:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৩৩ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
ভারতের রাজস্থানের হনুমানগড় জেলায় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। তবে বিমানের পাইলট নিরাপদে আছেন বলেও জানা গেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ মে) সকালে এ ঘটনা ঘটে। কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ধ্রুব মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়। ওই ঘটনার পর ধ্রুব হেলিকপ্টার নিষিদ্ধ করা হয়।
আর এই ঘটনার পরপরই বিমান বাহিনীর ফাইটার প্লেন বিধ্বস্ত হয়। এর আগে গত বছরের জুলাই মাসে রাজস্থানের বারমেধে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন। সোভিয়েত ইউনিয়ন আমলের এই যুদ্ধবিমানটি এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে।
ভারতীয় বিমানবাহিনীর এই বিশ্বস্ত ফাইটার জেটের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ কারণে ভারত সরকার ধীরে ধীরে এসব বিমানের ব্যবহার কমানোর চেষ্টা করছে।