ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অপো’র ১০ বছর পূর্তি উপলক্ষে এ৩এক্স হ্যান্ডসেটের উপর অফারের ঘোষণা মূল্যছাড় ও বাই ওয়ান গেট ওয়ান Logo গতিতে নাকাল পাকিস্তান, ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১১৭ Logo রাজশাহীতে শুটিং হওয়া ফারুকীর ‌‘৮৪০’ আসছে Logo শিগগির চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট Logo বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ক্রেতারা ফিরছেন খালি হাতে Logo ভয়মুক্ত সম্প্রীতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা Logo বর্ষপূর্তিতে স্মার্টফোন কিনলে উপহার ও ছাড় দেবে ভিভো Logo যুব বিশ্বকাপ ২০২৫ এ খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় যুব হকি দলকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা Logo এবার শুটিং সেটে সালমানকে হত্যার হুমকি Logo বাংলাদেশের সঙ্গে উগ্র আচরণ করে শাস্তি পেলেন দুই ক্যারিবিয়ান

ভারতে বদলে গেল সিয়াম-পূজার সিনেমার নাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৩১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বেশ মোটা বাজেটে নির্মিত হয়েছিলেন ‌সিনেমাটি। ‘পোড়ামন ২’ ছবির সাফল্যের পর প্রশংসায় ভাসতে থাকা সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটিকে বাছাই করা হয়েছিল এর জন্য। মুক্তিও পেয়েছিল ঈদের বাজারে। তবে আশানুরূপ সাড়া বলতে যা বোঝায় তা মেলেনি ‘শান’- এর ভাগ্যে।

সিয়াম-পূজা জুটির সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর ওটিটি ও ইউটিউবেও অনেক দর্শক দেখেছেন সিনেমাটি। শান এবার দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে সিনেমাটির নাম। ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে ছবিটি দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।

সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে ছবির টিজার শেয়ার করা হয়েছে। তার কমেন্ট বক্সে ছবির নাম বদলে যাওয়া নিয়ে অনেকে মন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন?

শুধু সিনেমার নাম নয়, বদলে গেছে কণ্ঠ। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের কণ্ঠ। এ বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।

তবে নায়ক সিয়াম বিষয়টাকে ইতিবাচকই দেখতে চাইছেন। তিনি গণমাধ্যমে এ প্রসঙ্গে বলেন, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তাঁরা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাঁদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।

ট্যাগস :

ভারতে বদলে গেল সিয়াম-পূজার সিনেমার নাম

আপডেট সময় : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ কন্ঠ ।।

বেশ মোটা বাজেটে নির্মিত হয়েছিলেন ‌সিনেমাটি। ‘পোড়ামন ২’ ছবির সাফল্যের পর প্রশংসায় ভাসতে থাকা সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটিকে বাছাই করা হয়েছিল এর জন্য। মুক্তিও পেয়েছিল ঈদের বাজারে। তবে আশানুরূপ সাড়া বলতে যা বোঝায় তা মেলেনি ‘শান’- এর ভাগ্যে।

সিয়াম-পূজা জুটির সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর ওটিটি ও ইউটিউবেও অনেক দর্শক দেখেছেন সিনেমাটি। শান এবার দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে সিনেমাটির নাম। ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে ছবিটি দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।

সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে ছবির টিজার শেয়ার করা হয়েছে। তার কমেন্ট বক্সে ছবির নাম বদলে যাওয়া নিয়ে অনেকে মন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন?

শুধু সিনেমার নাম নয়, বদলে গেছে কণ্ঠ। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের কণ্ঠ। এ বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।

তবে নায়ক সিয়াম বিষয়টাকে ইতিবাচকই দেখতে চাইছেন। তিনি গণমাধ্যমে এ প্রসঙ্গে বলেন, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তাঁরা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাঁদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।