ভারতে নির্মিত ‘ফারাজ’ চলচ্চিত্রটি বাংলাদেশে প্রদর্শন থেকে বিরত থাকার নোটিশ
- আপডেট সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৫৭ বার পঠিত
স্টাফ রিপোর্ট:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে, ভারতে নির্মিত ‘ফারাজ’ চলচ্চিত্রটি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অন্যান্য অনলাইন প্লাটফর্ম এবং টেলিভিশন চ্যানেলে ও চলচ্চিত্র প্রদর্শনীতে প্রদর্শন করা থেকে বিরত থাকার জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশনা প্রদান করেছেন। সুতরাং এ ছবিটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রদর্শন করা থেকে বিরত থাকার জন্য বলা হলো।
উক্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতে নির্মিত ‘ফায়াজ’ সিনেমাটি বাংলাদেশের সকল অনলাইন নিউজ পোর্টাল, ই – পত্রিকা, পত্রিকার অনলাইন ভার্সন ও টেলিভিশনের অনলাইন পোর্টালসমূহসহ সকল অনলাইন প্লাটফর্মে প্রদর্শন না করার জন্য অনুরোধ করা হলো। প্রধান তথ্য অফিসার ( অতিরিক্ত দায়িত্ব ) মোঃ শাহেনুর মিয়ার স্বাক্ষর করা নোটিশের স্বারক নম্বর ছিল ২৮.০৩.২০২৩ তারিখের ১৫.০০.০০০.০২৮.০৪.০১১.২৩.৪৯ ।