প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৯:৩০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় পিউর সুইটস এন্ড বেকারীতে অভিযান এক লক্ষ টাকা জরিমানা
বাংলাদেশ কন্ঠ ।।
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
৩ নভেম্বর রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার তদারকি কার্যক্রম ও বিশেষ টাস্কফোর্সে অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা রেলগেট এলাকায় পিউর সুইটস এন্ড বেকারীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,
পিউর সুইটস এন্ড বেকারী অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করছে। নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, বাসি মিষ্টি সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ অনুমোদনহীন ফুড ফ্রেভার ও রঙ ব্যাবহার, খাদ্য তৈরীর স্থানে কর্মচারিদের বাসস্থান ও ব্যবহৃত পোষাক রাখা, বিপুল পরিমান মিষ্টির গাদ অসৎ উদ্দেশ্যে সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী (এক লক্ষ) টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
অভিযানে কনজ্যুমার এসোসসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এস এম শাহীন সহযোগীতা করেন।
Copyright © 2025 বাংলাদেশ কন্ঠ. All rights reserved.